১৮ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন ফরহাদ

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন ফরহাদ রেজা। ১৮ বলে তুলে নিলেন হাফ সেঞ্চুরি। গড়লেন রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এখন ফরহাদ রেজার দখলে।

দারুণ ফর্মে রয়েছেন প্রাইম দোলেশ্বরের এই পেস অলরাউন্ডার। এবার তার তোপে পুড়ল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে সোমবার মাঠ ভেজা থাকায় প্রিমিয়ার লিগের ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ২৬ ওভারে। ফরহাদ রেজা যখন ব্যাটিংয়ে নামেন, তখন ইনিংস শেষ হতে ৮ ওভার বাকি। ২২ গজে নেমেই শুরু করেন ব্যাটিং তাণ্ডব। শুরুটা একটু সাবধানী। প্রথম ৩ বলে নেন মাত্র ১ রান।

২০তম ওভারে খোলস থেকে বেরিয়ে আসেন। এক ওভারে এক ছক্কা, দুই চারে ঝোড়ো ব্যাটিংয়ের শুরু। এক ওভার পর আবার দুই ছক্কা, এক চার। ২৫তম ওভারে তাইজুল ইসলামের ওপর দিয়ে সবচেয়ে ঝড় বয়ে যায়। প্রথম বলে এক রান নেন ফরহাদ। দ্বিতীয় বলে মোহাম্মদ আরাফাতের এক রান। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন ছক্কা।

প্রথমটি ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে, পরের দুটি জায়গায় দাঁড়িয়ে ডিপ মিডউইকেট দিয়ে। শেষ ছয়টি দিয়ে ১৮ বলে পৌঁছে যান পঞ্চাশে। এর আগে ২০০৭ সালের ২ এপ্রিল ধানমন্ডি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে ম্যাচে ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন মিলন। ঢাকা বিভাগের হয়ে খুলনার বিপক্ষে ঝড় তুলেছিলেন মিলন।

দীর্ঘ এক যুগ পর ফরহাদ ভাঙলেন মিলনের রেকর্ড। মিরপুরে তার তাণ্ডবে প্রাইম দোলেশ্বর ২৬ ওভারে ৬ উইকেটে তোলে ২৩৯ রান।

 

সুত্র : রাইজিংবিডি