ভালো আছেন মাশরাফি বিন মুর্তজা SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। তিন-চার দিন ধরে সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন মাশরাফি। গত শুক্রবার করোনা পরীক্ষা করতে দেওয়ার পর শনিবার রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে আগের তুলনায় ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা। এ মুহূর্তে কোনো সমস্যা নেই। জ্বর কমে এসেছে। শরীর ব্যথা একটু আছে। তবে আগের থেকে একটু কমেছে। নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছেন। মাশরাফির দ্রুত রোগমুক্তির জন্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা দোয়া করেছেন। এ ছাড়াও নড়াইলে সব শ্রেণি–পেশার মানুষ মাশরাফির জন্য দোয়া করেছেন। SHARES খেলাধুলা বিষয়: 120x600 #StayHome Sale 2020