আসছে সরকারি অনুদানের ছবি ‘যৈবতী কন্যার মন’ গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২১ গত ৩ মার্চ সেন্সর ছাড়পত্র পেয়েছে ২০১২-১৩ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘যৈবতী কন্যার মন’। ‘যৈবতী কন্যার মন’ বাংলা নাটকের শেকড়সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের অনবদ্য সৃষ্টি। বাংলাদেশের মঞ্চের অন্যতম সেরা নাটক বলা হয় এটিকে। অসংখ্য শো হয়েছে, তৈরি করা হয়েছে ধারাবাহিক। বিখ্যাত এ নাটকটি অবলম্বনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা নার্গিস আক্তার নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য ছবি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও নবাগত গাজী আবদুর নূর। SHARES বিনোদন বিষয়: নার্গিস আক্তারযৈবতী কন্যার মন 120x600 #StayHome Sale 2020