প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র্যাম্প শো SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩ আজ মঙ্গলবার দুপুর থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে পোষা প্রাণী নিয়ে মেলায় হাজির হয় প্রাণী প্রেমিকরা। ভেট কেয়ার সেন্টার, সিলেট প্রাঙ্গণে বিকাল ৩ টায় মেলা উদ্ভোধন করেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রাশেদ হাশনাত। আরো ছিলেন- প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, এসিআই এনিম্যাল হেলথ এর অতিথীবৃন্দ। ভেট কেয়ার সেন্টার, সিলেট আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে সহযোগী ছিল এসিআই এনিম্যাল হেলথ। মেলায় বিড়াল এর যেমন খুশি তেমন সাজো, রেম্প শো প্রতিযোগীতা। প্রতিযোগিতা শেষে সবাই কে এসিআই থেকে বিভিন্ন প্রোডাক্ট এবং বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় পারসিয়ান বিড়াল ১৫ টি, মিক্সড ব্রীড বিড়াল ১০ টি, দেশী বিড়াল ১৩ টি সহ বিভিন্ন ব্রীড এর কুকুর এবং পাখি প্রদর্শিত হয়। ভেটে কেয়ার সেন্টার সিলেটের জনপ্রিয় একটি প্রানী চিকিৎসা কেন্দ্র। বর্তমানপ এখানে ৩ জন ভেটেরিনারি ডাক্তার রয়েছে। প্রফেসর ড. এ.টি.এম. মাহাবুব-ই- ঈলাহী, প্রফেসর ড. সুলতান আহমেদ এবং ডাঃ সোহাগ তালুকদার। SHARES জাতীয় ভাল খবর বিষয়: cat showপোষা প্রাণী মেলা 120x600 #StayHome Sale 2020