তিনমাস পর দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ করোনা ভাইরাস সংক্রমণের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। তিন মাস বন্ধ থাকার পর বুধবার (১৭জুন) থেকে আবারও শুরু মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে লিগের সকল খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ১৭জুন (বুধবার) দুটি খেলা অনুষ্ঠিত হবে। খেলা দুটি হবে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল এবং এ্যাস্টনভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড। যেহেতু দর্শকশূন্য স্টেডিয়ামে এসব খেলা অনুষ্ঠিত হবে, তাই ফুটবল ভক্তদের বাড়িতে বসেই যেহেতু খেলা দেখতে হবে। একারণে এবার টিভি কভারেজে কিছু নতুনত্ব দেখা যাবে। টিভি দর্শকরা চাইলে খেলার সাথে কৃত্রিম গ্যালারির দর্শকের শব্দ যোগ করতে পারবেন। তবে খেলোয়াড়রা এমন কোন শব্দ শুনতে পাবেন না। খেলার টসের অডিও শোনা যাবে, থাকবে টানেল ক্যামেরা, এবং গোল হলে খেলোয়াড়দের উল্লাস উদযাপনের জন্য মাঠের কিছু ক্যামেরা নির্দিষ্ট করে রাখা হবে। খেলার নিয়মেও কিছু পরিবর্তন আসছে। খেলার দুই অর্ধেই মাঝামাঝি সময় ১ মিনিটের একটা ড্রিংকস ব্রেক থাকবে। দলগুলো ৯ জন বদলি খেলোয়াড় বসিয়ে রাখতে পারবে। ম্যানেজাররা পাঁচজন খেলোয়াড় রদবদল করতে পারবেন। SHARES খেলাধুলা বিষয়: 120x600 #StayHome Sale 2020