শতাব্দীর সেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় সাকিব দ্বিতীয় স্থানে SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০ সাকিব আল হাসানকে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার বলাটাই স্বাভাবিক। অনেকেই মনে করেন তিনি একাই দুজন ক্রিকেটারের সমান। ওয়ানডেতে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তালিকায় তাকে দ্বিতীয় স্থানে রেখেছে ক্রিকেটের বিখ্যাত সাময়িকী “উইজডেন মান্থলি”। অন্যদিকে টেস্ট ফরম্যাটের তালিকায় তিনি জায়গা পেয়েছেন ষষ্ঠ স্থানে। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণায় ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি নির্বাচন করেছে উইজডেন মান্থলি। সাময়িকীটির জুলাই সংখ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। ওয়ানডে ফরম্যাটে সাকিবের উপরে থেকে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। সাকিবের অভিষেক হয় ২০০৬ সালে। এখন পর্যন্ত ২০৬ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন সাকিব। রান ও উইকেটের হিসেবে ফ্লিনটফের চেয়ে বেশ এগিয়ে আছেন তিনি। তবে উইজডেন মান্থলির এ তালিকা রান বা উইকেট সংখ্যা দেখে নয়, ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রিনের সূত্র দিয়ে পয়েন্ট হিসেবে করা হয়েছে তালিকা। কোনো ম্যাচে দলের অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সের সাথে তুলনা করে একটি পয়েন্ট দেয়া হয়েছে। এরপর সব ম্যাচের পয়েন্টের গড়কে ঐ ক্রিকেটার এর রেটিং হিসেবে ধরা হয়েছে। এখানে ফ্লিনটফের চেয়ে সাকিবের রেটিং ০.৫ কম। টেস্টে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের খেতাবটি গিয়েছে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নামের সাথে। এরপর রয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ গ্লেন ম্যাকগ্রা এবং দক্ষিণ আফ্রিকার শন পলক। ষষ্ঠে আছেন সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এখানে প্রথম বিশে জায়গা হয়নি সাকিবের। টেস্টের সবচেয়ে মূল্যবান দশ ১) মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা, ৯৭.৫ ২) রবীন্দ্র জাদেজা, ভারত, ৯৭.৩ ৩) স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া, ৯১.৭ ৪) গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ৮৯.৬ ৫) শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ৮৪.৯ ৬) সাকিব আল হাসান, বাংলাদেশ, ৮৪.২ ৭) জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা, ৮৩.৯ ৮) রবিচন্দ্রন অশ্বিন, ভারত, ৮৩.৯ ৯) প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া, ৮৩.৩ ১০) শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া, ৮১.০২ ওয়ানডের সবচেয়ে মূল্যবান দশ ১- অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড, ২১.৩ ২- সাকিব আল হাসান, বাংলাদেশ, ২০.৮ ৩- গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ২০.৬ ৪- এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ২০.৪ ৫- কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড, ১৯.১ ৬- বিরাট কোহলি, ভারত, ১৮.৯ ৭- শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ১৭.১ ৮- হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা, ১৭.১ ৯- নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া, ১৭.০ ১০- জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা, ১৬.৯ টি-টোয়েন্টির সবচেয়ে মূল্যবান দশ ১) রশিদ খান, আফগানিস্তান, ৭.১ ২) জাসপ্রিত বুমরা, ভারত, ৬.৭ ৩) ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া, ৬.২ ৪) সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ, ৬.২ ৫) এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ৫.৭ ৬) ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ, ৫.৬ ৭) এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ, ৫.৫ ৮) লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা, ৫.২ ৯) ওয়াহাব রিয়াজ, পাকিস্তান, ৫.০ ১০) কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা, ৫.০ SHARES খেলাধুলা বিষয়: 120x600 #StayHome Sale 2020