ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি-আর্সেনাল গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে দুই ইংলিশ ক্লাব চেলসি ও আর্সেনাল। শেষ ষোলোর ফিরতি লেগে বৃহস্পতিবার অলিভিয়ের জিরুদের হ্যাটট্রিকে ডায়নামো কিয়েভকে তাদের মাঠেই ৫-০ গোলে হারায় চেলসি। দুই লেগ মিলিয়ে ৮-০ গোলের অগ্রগামিতায় শেষ আটে ওঠে তারা। আরেক ম্যাচে রেনের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট পেয়েছে তারা। সুত্র : রাইজিংবিডি SHARES খেলাধুলা বিষয়: আর্সেনালইউরোপা লিগকোয়ার্টার ফাইনালচেলসি 120x600 #StayHome Sale 2020