নান্দাইলে ৪৫ টাকায় কেজি পেঁয়াজ বিক্রি শুরু

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

ময়মনসিংহের নান্দাইলে ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রয় করা শুরু হয়েছে। প্রশাসনের সহযোগিতায় টিসিবি’র খাদ্যপণ্য পেঁয়াজ, চিনি, তৈল ও ডাল ন্যায্য মূল্যে বিক্রি করছে মেসার্স সৌরভ এন্টারপ্রাইজ।

রবিবার উপজেলা সদরে এ কার্যক্রমের উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিদিন এক হাজার গ্রাহকের মাঝে ১কেজি করে এক মেট্রিক টন পেঁয়াজ সহ উল্লেখিত এসব পণ্য বিক্রয় করা হবে বলে জানান ইউএনও।