আমেরিকান প্রপেল স্টার্টআপ সেবা জিতলো আমিও ডটকম গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯ দেশের প্রতন্ত্য এলাকায় ই-কমার্স সেবা পৌছে দিতে গত দুই বছর যাবত কাজ করে যাচ্ছে ই-কমার্স সেবা প্রতিষ্ঠান- আমিও ডটকম। গত ১ নভেম্বর আমেরিকা থেকে প্রপেল স্টার্টআপ প্রোগ্রাম থেকে ২৪০০০ ডলার বা প্রায় ২০ লাখ টাকা সমমূল্যের সেবা জিতেছে আমিও ডটকম। এ প্রসঙ্গে আমিও ডটকমের সিইও সোহেল তালুকদার জানান, এ অর্জন আমাদের জন্য মাইলফলক। আমরা শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। উল্লেক্ষ্য, আমিও ডটকম বাংলাদেশের প্রথম এবং একমাত্র সামাজিক বাজার ব্যবস্থা। আরো বিস্তারিত জানা যাবে ওয়েব সাইটে aaMio.com SHARES ব্যবসা-বাণিজ্য বিষয়: aamio.comonline shopping in bangladesh 120x600 #StayHome Sale 2020