রোহিঙ্গাদের সাহায্যার্থে আরো ৩২ মিলিয়ন ডলার দেবে জাপান গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে আরো ৩২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা করেছে জাপান। মঙ্গলবার ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস এই তথ্য জানিয়েছে।গত ৭ ফেব্রুয়ারি এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে রোহিঙ্গাদের জন্য জাপানের সহায়তা ৮২ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর আগে ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমারে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয়ায় জাপান সরকার ৫০ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছিল। শরণার্থী ক্যাম্প ব্যবস্থাপনা, খাদ্য, আশ্রয়, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ প্রদান ও পরিচ্ছন্নতা সুবিধা এবং পুনরায় বনায়নের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের মানবিক সহায়তা দিতে চায় জাপান সরকার। সুত্র : রাইজিংবিডি SHARES জাতীয় ভাল খবর বিষয়: 120x600 #StayHome Sale 2020