ভোর ছয়টার আগেই পরিচ্ছন্ন ঢাকা দেখা যাবে- ডিএসসিসি মেয়র

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা। বুধবার দুপুরে পুরান ঢাকার ইসলামবাগে একটি এসটিএসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, এখন থেকে রাত নয়টার পরই রাস্তাঘাট ঝাড়ু দেবেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে সড়কে পানি ছিটিয়ে দেবেন তাঁরা। ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা। তিনি আরও বলেন, সন্ধ্যা ছয়টার পর বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা। রাত ১০টার মধ্যে নির্দিষ্ট এসটিএসে বর্জ্য চলে আসবে। রাতের মধ্যেই ময়লা-আবর্জনা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। আর যেসব ওয়ার্ডে এসটিএস নেই, সেখানে এই স্থাপনা নির্মাণ করা হবে। কোনো অবস্থাতেই রাস্তাঘাটে বর্জ্য স্তূপ করে রাখা যাবে না।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সাংসদ মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।