রাজধানীতে আইন অমান্য করায় ৬৩১৬ টি মামলা গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৩১৬ টি মামলা ও ৩২,৮৬,৯০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৭ টি গাড়ি ডাম্পিং ও ৭৯৯ টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১০৮১ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১২০ টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫ টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০ টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৬১৩ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৬ টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৬ টি ভিডিও মামলা দেয়া হয়। ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সুত্র : ডিএমপি নিউজ SHARES জাতীয় ভাল খবর বিষয়: অপরাধট্রাফিকফিচারব্রেকিং নিউজ 120x600 #StayHome Sale 2020