চলতি মাসেই পদ্মা সেতুতে বসবে আরেকটি স্প্যান

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

চলতি মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরেকটি স্প্যান। আগামী ২০ মার্চকে লক্ষ্য রেখে চলছে নবম স্প্যান বসানোর প্রস্তুতি। মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে এখন চলছে স্প্যানে রং করাসহ অনুষঙ্গিক কাজ।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সেতুর জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান বসানো হয়। মাওয়া প্রান্তের একটি স্প্যানসহ এখন পর্যন্ত মোট এক হাজার ২০০ মিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর এক দায়িত্বশীল প্রকৌশলী জানান, সব খুঁটির নকশা সম্পন্ন হওয়ায় সেতুর কাজ দ্রুতসম্পন্ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর চাপ আছে। ২০২০ সালের মধ্যে সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে—এমনটা এখন আশা করাই যায়।

বর্তমান সেতুতে স্প্যান বসানোর কাজের পাশাপাশি শুরু হয়েছে রেললাইনের জন্য স্ল্যাব বসানোর কাজ। এর পরে শুরু হবে স্প্যানের ওপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজ। এ লক্ষ্যে আনুষঙ্গিক প্রস্তুতিও চলছে।

পদ্মা সেতুর ৪২টি পিলারের (পিয়ার) মধ্যে এরই মধ্যে ২০টি পিলারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। ২৯৪টি পাইলের মধ্যে ২৪১টি পাইল বসানো হয়েছে। রেলওয়ে স্ল্যাব বসেছে ১৯২টি। আগামী জুন মাস নাগাদ সব পিলার নির্মাণের লক্ষ্যে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে।

সুত্র : কালের কন্ঠ