দুই বছর পর ‘হৃদয়ের রঙধনু’ মুক্তি পাচ্ছে আজ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

প্রায় দুই বছর ধরে সেন্সরে আটকে থাকা ‘হৃদয়ের রঙধনু’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ। রাজীবুল হোসেন পরিচালিত এই সিনেমাটি শুধু বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে। বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘হৃদয়ের রঙধনু’।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে রাজীবুল হোসেন জানান, বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সেই আমরা ‘হৃদয়ের রংধনু’ মুক্তি দিচ্ছি। এর বাইরে আমরা যাচ্ছিই না। তবে অলটারনেটিভ স্ট্ক্রিনিংয়ে আমরা জোর দিচ্ছি।’

‘হৃদয়ের রংধনু’সিনেমাটির দৃশ্য ধারণ করা হয় দেশের ৫৪টি জেলায়। সিনেমাতে অভিনয় করেছেন দেশি-বিদেশি শিল্পীরা। তাদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।

সিনেমাটির পরিচালক রাজীবুল হোসেন জানান, দেশের পর্যটনশিল্পকে ব্র্যান্ডিংয়ে বিশেষভাবে ভূমিকা রাখবে সিনেমাটি। কারণ কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, কুয়াকাটা, রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর, খুলনা, মেহেরপুর, গোপালগঞ্জসহ দেশের প্রায় সব দর্শনীয় স্থানেই শুটিং হয়েছে।
পরিচালক বলেন, ‘দেশের পর্যটনের স্পটগুলোতে শুটিং ও সিনেমাটির প্রচারণার জন্য পর্যটন করপোরেশন সহযোগিতা করেছে।’

 

সুত্র : একুশে টেলিভিশন