বিরতির পর আবার নাটক পরিচালনায় জাহিদ হাসান

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করছেন জাহিদ হাসান। তবে সেই পরিচয়টি অনেকদিন ধরে আড়ালে তার। নিয়মিত অভিনয় নিয়েই ব্যস্ত তিনি। যেহেতু সামনে ঈদ, তাই এই সময় কাজের ব্যস্ততা ঈদ নিয়ে। করোনা ভাইরাসের প্রভাবে অনেকদিন শুটিং বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আবারও শুরু হয়েছে শুটিং।

জাহিদ হাসান বলেন, ‘অনেকদিন পরিচালনার কাজ থেকে দূরে আছি। নাট্যকার উজ্জ্বলের সুন্দর একটি গল্পের কারণে নাটকটি পরিচালনা করতে চাইলাম। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে।’