বিরতির পর আবার নাটক পরিচালনায় জাহিদ হাসান SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করছেন জাহিদ হাসান। তবে সেই পরিচয়টি অনেকদিন ধরে আড়ালে তার। নিয়মিত অভিনয় নিয়েই ব্যস্ত তিনি। যেহেতু সামনে ঈদ, তাই এই সময় কাজের ব্যস্ততা ঈদ নিয়ে। করোনা ভাইরাসের প্রভাবে অনেকদিন শুটিং বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আবারও শুরু হয়েছে শুটিং। জাহিদ হাসান লকডাউন শেষে শুটিং শুরু করেন। ঈদের জন্য এখন পর্যন্ত ৪টি নাটকে অভিনয় করছেন তিনি। সামনে আরো নাটকে দেখা যাবে তাকে। তবে এবার শুধু অভিনেতা জাহিদ হাসান হিসেবে নয়, নির্মাতা হিসেবেও পাওয়া যাবে তাকে। দীর্ঘদিনের বিরতি ভেঙে এবার ঈদের জন্য একটি একক নাটক পরিচালনা করবেন এ অভিনতো। জাকির হোসেন উজ্জ্বলের লেখা এ নাটকটির কেন্দ্রীয় চরিত্রেও জাহিদ হাসানকে দেখা যাবে। জাহিদ হাসান বলেন, ‘অনেকদিন পরিচালনার কাজ থেকে দূরে আছি। নাট্যকার উজ্জ্বলের সুন্দর একটি গল্পের কারণে নাটকটি পরিচালনা করতে চাইলাম। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে।’ SHARES বিনোদন বিষয়: 120x600 #StayHome Sale 2020