আগেই জানিয়ে দিবে গুগল ম্যাপ, কেমন ভীড় স্টেশনে

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

গুগল ম্যাপসের সেবায় নতুন ফিচার যোগ যুক্ত হয়েছে। কোভিড-১৯ সংশ্লিষ্ট ভ্রমণ সীমাবদ্ধতা সম্পর্কে ভ্রমণকারী আগে ভাগেই সতর্ক হতে পারবে এই ফিচারটির সাহায্যে।

গুগল ম্যাপসের নতুন ওই ফিচারের ব্যাপারে সোমবার জানিয়েছে অ্যালফাবেট। ফিচারটির সাহায্যে গুগল ম্যাপস ব্যবহারকারীরা ট্রেন বা বাস স্টেশনে যাওয়ার আগেই সে স্থানের অবস্থা সম্পর্কে জেনে নিতে পারবেন।

এ ধরনের ‘ট্র্যানজিট’ সতর্কতা আর্জেন্টিনা, ফ্রান্স, ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ আরও বেশ কিছু দেশের গুগল ম্যাপস সেবায় জুড়ে দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও কোভিড-১৯ চেকপয়েন্ট এবং আন্তর্জাতিক সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্যাদির বিস্তারিত-ও থাকবে নতুন ফিচারে।

তবে, শুরুতে এ ধরনের বিস্তারিত তথ্যের সুবিধাটি আসছে শুধু মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য।

সাম্প্রতিক সময়ে, লকডাউনে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে ১৩১টি দেশের শত কোটি গুগল ব্যবহারকারীর অবস্থান ডেটা বিশ্লেষণ করেছে গুগল। ওই ডেটার মাধ্যমে মানুষ আদৌ সামাজিক দূরত্ব মানছে কি না সে বিষয়টি মূল্যায়ন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

বর্তমানে বিশ্বব্যাপী প্রতি মাসে গড়ে একশ’ কোটি মানুষ ‘গুগল ম্যাপস’-এর সেবা ব্যবহার করে থাকেন।