চুয়াডাঙ্গায় চাইনিজ কমলা চাষে ব্যাপক সাফল্য

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

চাইনিজ কমলার বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গার কৃষক ওমর ফারুক। তার বাগানের গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে চায়না জাতের ছোট ছোট কমলা।

জেলার জীবননগর উপজেলার নিধিকুন্ড গ্রামের মাঠে এ কমলার চাষ করেছেন। তার এ সাফল্যের খবরে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আগ্রহী চাষীরা পরামর্শ নিতে আসছেন তার কাছে।

২০১৬ সালে মাঝামাঝি সময়ে নিধিকুন্ডু গ্রামের ওমর ফারুক খান খুলনার একটি নার্সারি থেকে ১০০টি চাইনিজ কমলার চারা কিনে চাষ শুরু করেন।

এক বছর পরই গাছে ফল আসতে শুরু করে। এ বছর এক একটি গাছে কমলা ধরেছে প্রায় ৪০ কেজি। ১০০টি গাছ থেকে প্রায় চার লাখ টাকার কমলা বিক্রি করেছেন তিনি।

এছাড়া গত তিন থেকে চার মাসে প্রায় পাঁচ লাখ টাকার চারাও বিক্রি করেছেন ওমর ফারুক। চুয়াডাঙ্গায় চাষ হওয়া এ কমলা সুস্বাদু ও মিষ্টি বলেই জানালেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গার কৃষি বিভাগ বলছে, তাদের জানা মতে দেশের মাটিতে এ ধরণের কমলা চাষের সাফল্য এটাই প্রথম। কমলার চাষ ছড়িয়ে দিতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

দেশে বাণিজ্যিকভাবে চিনা কমলার চাষ ছড়িয়ে দেওয়া গেলে বিদেশি ফলের চাহিদা পূরণ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।