করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১ ৭৭ বছর বয়সী আবদুল হামিদ বুধবার বিকালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন। রাষ্ট্রপতি দেশবাসীকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এদিন টিকা নেন বলে প্রেস সচিব জানিয়েছেন। রাষ্ট্রপতির আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোভিড-১৯ টিকা নেন। কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। SHARES জাতীয় ভাল খবর বিষয়: 120x600 #StayHome Sale 2020