শাওমির উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক স্পোর্টস শুতে কি আছে? গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯ ডেস্ক রিপোর্ট : স্মার্ট জুতা ব্যবসায় আগেই নাম লিখিয়েছিল চীনা ইলেকট্রনিক গ্যাজেট প্রস্তুতকারী সংস্থা শাওমি। এ বার পুরুষদের জন্য শাওমি নিয়ে এল আরো উন্নতামানের স্পোর্টস শুয়ের দ্বিতীয় সংস্করণ। এই জুতায় রয়েছে এমন সব যন্ত্রাংশ, যা দিয়ে কত পথ অতিক্রান্ত হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্য পাওয়া যাবে। সূত্রের খবর, নতুন জুতায় রয়েছে আগের থেকে আরও ভাল সেন্সর। যার ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতা। এই জুতার সঙ্গে শাওমির ‘মি ফিট’ অ্যাপের লিংক করিয়ে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য। আপাতত শাওমির ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে এই জুতা পাওয়া যাবে। পরবর্তীতে অনলাইনে ও রিটেইল মার্কেটেও নিয়ে আসা হবে এই জুতাকে। আপাতত এই জুতার দাম ঠিক করা হয়েছে ২৪৯৯ টাকা। এই জুতোগুলি ধাক্কা, হোঁচট ও পা পিছলে যাওয়ার ঝুঁকি কমাবে বলে দাবি করা হয়েছে শাওমির পক্ষ থেকে। শুধু তাই নয়। এই জুতাগুলি ধুয়ে ফেলাও সহজ। ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যাবে এই জুতোগুলি। আপাতত কালো, ধূসর ও নীল, এই তিন রঙে জুতাগুলি পাওয়া যাবে। তথ্যসূত্র: আনন্দবাজার SHARES বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়: 120x600 #StayHome Sale 2020