বাংলাদেশে কোভিড টিকা দেওয়ার অভিযান শুরু SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১ আগামী কয়েকমাসে ৩০ কোটিরও বেশি ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় কোভিড -১৯ টিকা অভিযান শুরু করেছে। বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনিকা-অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম শটটি পেয়েছিল প্রথম ব্যাচ। “আমরা আজ এই উদ্যোগে পাঁচজনকে ভ্যাকসিন দিয়েছি। আমি এখনই তাদের সাথে কথা বলেছি। এঁরা সকলেই একটি সুস্থ অবস্থায় আছেন। আমরা তাদের সাথে কোনও ধরণের খারাপলাগা বিষয়টি লক্ষ্য করি নি, “এই পাঁচটি বাদে আজ আরও ২৫ জনকে এই প্রক্রিয়াতে টিকা দেওয়া হবে। এটি ইতিমধ্যে চলছে। আগামীকাল, আমরা এক সাথে পাঁচটি হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেব। এবং আমরা ফেব্রুয়ারি থেকে পুরো দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করব। ””বলেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। একজন স্বাস্থ্যকর্মী কোনও ব্যক্তিকে করোনভাইরাস ভ্যাকসিন দিচ্ছে [সৈয়দ মাহামুদুর রহমান / এএফপি] SHARES জাতীয় ভাল খবর বিষয়: 120x600 #StayHome Sale 2020