সেন্সর বোর্ডে যাচ্ছে দিতি অভিনীত চলচ্চিত্র ‘এ দেশ তোমার আমার’ SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ আগামী সপ্তাহে দিতি অভিনিত চলচ্চিত্র ‘এ দেশ তোমার আমার’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়ার সম্ভাবনা আছে। মৃত্যুর চার বছর পর মুক্তির মিছিলে যোগ দিচ্ছে দিতি অভিনীত কোন চলচ্চিত্র। ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রের নির্মাতা এফ আই মানিক জানান, অবশেষে ছবিটি সেন্সরে জমা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নানা কারণে ছবিটি শেষ করা সম্ভব হয়নি। এবার সব গুছিয়ে ফেলেছি। আর বিলম্ব হবে না। আমার ইচ্ছা সারা দেশের সিনেমা হলো চালু হলেই ছবিটি মুক্তি দিতে পারব। ছবিটি দেখলে দর্শকরা নতুন করে বুঝবেন কতটা শক্তিশালী অভিনেত্রী ছিলেন আমাদের দিতি। তার আত্মার শান্তি কামনা করছি।’ নির্মাতা আরও জানান, দিতি মারা যাওয়ার কয়েক মাস আগে ছবিটির শুটিং শেষ হয়। এটি ৩৫ মিলিমিটারে শুট হয়েছিল। সেটিকে আবার ডিজিটালে ট্রান্সফার করা হয়। মূলত, এসব কারণেই ছবিটি শেষ করতে সময় লেগেছে। SHARES বিনোদন বিষয়: 120x600 #StayHome Sale 2020