ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ছাড়া আগের চেয়ে কিছুটা উন্নতি হচ্ছে।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম রোববার জানান, ‘জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সবদিক দিয়ে গতকালের চাইতে কিছুটা উন্নতি হয়েছে। ফুসফুসের সংক্রমণ গতকালের চাইতে আরও কমছে। তবে গলার ব্যথা এখনো পুরোপুরি সারেনি।’

জাহাঙ্গীর জানান, জাফরুল্লাহ চৌধুরী ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ:২০২০-২১ বাংলাদেশ বাজেট’ শিরোনামে একটি লেখা লিখেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই। এই লেখা তিনি দেশের বিশিষ্টজনদের কাছে পাঠাবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।