হেমন্ত মুখোপাধ্যাইয়ের জন্ম শতবার্ষিকীর বিশেষ অনুস্থান `এই ক্ষণ শুধু যে গানের’ SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ ১৯২০ সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করেন খ্যাতিমান বাঙালি কণ্ঠসংগীত শিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দু-বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এ বছর ২০২০ তাঁর জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে অন্তহীন পথ সংগঠনটি তাদের ফেসবুক পেজে মুক্তি দিয়েছে বিশেষ অনুস্থান `এই ক্ষণ শুধু যে গানের’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশ বরেণ্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠান গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হাসিনা আহমেদ সোমা। SHARES বিনোদন বিষয়: 120x600 #StayHome Sale 2020