করোনামুক্ত নিউজিল্যান্ড

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

করোনাভাইরাসমুক্ত হলো প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। দেশটির শেষ করোনা রোগীও সুস্থ হয়েছেন। এছাড়া গত ১৭ দিন ধরে নতুন কোন রোগী নেই সেখানে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, ‘আজ আমরা ঘোষণা করছি নিউজিল্যান্ডে আর কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী নেই।’

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও ব্রাজিলের মতো দেশ যেখানে করোনার সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে। সেখানে করোনা রোধে সাফল্য দেখিয়ে দেশটি। সাত সপ্তাহের টানা লকডাউন চলে দেশটিতে। বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান রাখা হয় বন্ধ। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয় জনগণকে।

তবে বর্তমানে পরিস্থিতি পাল্টেছে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। করোনা প্রতিরোধে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা ধাপে ধাপে তুলে নিতে শুরু করেছে দেশটি। লকডাউন কাটিয়ে উঠে কাজে ফিরতে শুরু করেছে মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মারা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।