গত ৩০ দিনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি করোনায়

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

সারা বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাসের প্রকোপ। বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিন বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর মিছিল। তবে এর মাঝেও এশিয়ার দেশ ব্রুনাইয়ে করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে।গত ৩০ দিনে ব্রুনাইয়ে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় ব্রুনাইয়ে ৫৩৮ জনের করোনা টেস্ট করা হয়। কিন্তু করোনা পজিটিভ কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে টানা ৩০ দিন দেশটিতে কোন করোনা পজেটিভ রোগী শনাক্ত হচ্ছে না। এ পর্যন্ত মোট ১৩৮ জন করোনা আক্রান্ত হয়েছে দেশটিতে। এর মধ্যে মারা গেছে ২ জন , সুস্থ হয়ে উঠেছেন ১৩৫ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ১জন।

করোনার প্রকোপের পর মালয়ে ২১ হাজার ১৫৭ জনের করোনা টেস্ট করা হয়েছে।