ফোর্বসের তালিকায় তারকাদের শীর্ষে কাইলি জেনার SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০ বেশি অর্থ আয় করেন বিশ্বের এমন ১০০ তারকাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৯সালের ১ জুন থেকে ২০২০সালের ১ মে পর্যন্ত বিশ্বের তারকাদের ট্যাক্স প্রদানের পূর্বের আয়ের পরিমাণ নিয়ে এই তালিকা তৈরি হয়েছে। এবার ১০০ তারকার সম্মিলিত আয় ৬.১ বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে। যা গত বছর সম্মিলিত এই আয়ে পরিমাণ ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল। ফোর্বসের এবারের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও উদ্যোক্তা কাইলি জেনার। গত এক বছরে এই তারকা ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। কাইলির পরপর রয়েছেন গায়ক কেনি ওয়েস্ট। তার আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় শীর্ষ পাঁচে আরো যারা আছেন, তাঁরা হলেন- টেনিস তারকা রজার ফেদেরার (১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার), ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) ও লিওনেল মেসি (১০৪ মিলিয়ন মার্কিন ডলার)। বলিউড থেকে শীর্ষ ১০০ তালিকায় শুধুমাত্র অক্ষয় কুমার স্থান পেয়েছেন। তালিকায় ৫২ নম্বর স্থানে রয়েছে তিনি। তার আয় ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। SHARES বিনোদন বিষয়: 120x600 #StayHome Sale 2020