বিনোদনমূলক প্রকল্পে সৌদির ২৩০০ কোটি ডলার বিনিয়োগ

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

রাজধানী রিয়াদে বিনোদনমূলক প্রকল্পে দুই হাজার ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। ঘনবসতিপূর্ণ শহরটিতে নতুন করে সাজাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বাদশাহ সালমান ঘোষিত প্রকল্পের মধ্যে রয়েছে, বিনোদন পার্ক নির্মাণ, খেলাধুলার নগরী, বৃক্ষবেষ্টিত মরুদ্যান, এবং একটি শিল্পকেন্দ্র। বিপুল অর্থ বিনিয়োগের এই প্রকল্পটি দেখভাল করবেন ‍যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রকল্পগুলো বাস্তবায়নে যেসব কমিটি হবে তাদের সবকটির প্রধান হবেন যুবরাজ।

পৃথক আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর প্রধান সড়কগুলোর একটির নাম যুবরাজের নামে করার নির্দেশ দিয়েছেন বাদশাহ।

কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ে এই প্রকল্পের কাজ শুরু হবে।

আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ সৌদি আরব। সম্প্রতি তেলভিত্তিক অর্থনীতি থেকে নজর সরিয়ে পর্যটন ও ব্যবসাখাত উন্নয়নে মনোযোগ দিয়েছে সৌদি সরকার। আর এ লক্ষ্যে হাজার হাজার কোটি ডলারের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

 

সুত্র : রাইজিংবিডি