সড়কে দুর্ভোগ সৃষ্টি করলেই ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি কমিশনার গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক আইন ভেঙে কেউ যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়ে বলেন, কেউ জনগণের দুর্ভোগ সৃষ্টির কারণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তি হলেও। আমি রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী, আমলা, আইনজীবীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ করব, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন। তাহলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ট্রাফিক সপ্তাহ (১৭-২৩ মার্চ) উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে। ফলে রাস্তা-ঘাট কাটাছেঁড়া হয়েছে। আমরা এ কাটাছেঁড়ার দুর্ভোগ থেকে নগরবাসীকে বাঁচাতে পরিশ্রম করে যাচ্ছি। আমি সাধারণ মানুষকে বলব, আপনারা আমাদের সহযোগিতা করুন। ট্রাফিক আইন মেনে চলুন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউলসহ ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুত্র : রাইজিংবিডি SHARES জাতীয় ভাল খবর বিষয়: ডিএমপি কমিশনারদুর্ভোগসড়ক 120x600 #StayHome Sale 2020