বাংলাদেশ দল নিরাপদে দেশে ফেরায় বিশেষ প্রার্থনার আয়োজন গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯ নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিরাপদে দেশে ফেরায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যেখানে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে হতাহতদের স্মরণেও প্রার্থনা করা হবে। সোমবার দুপুর দুইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে এই প্রার্থনা হবে। রোববার বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত হন ৫০ জন। আহত হন আরো অনেকে। হ্যাগলি ওভালের খুব কাছের নূর মসজিদেই ঘটেছে হতাহতের সবচেয়ে বড় ঘটনাটি। যেখানে জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলের। মিনিট পাঁচেকের জন্য হামলার শিকার হওয়া থেকে বেঁচে যান তামিম-মুশফিকরা। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার পর বাতিল করা হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট। পরদিন রাতেই ঢাকায় ফেরে বাংলাদেশ দল। সুত্র ; রাইজিংবিডি SHARES খেলাধুলা বিষয়: প্রার্থনাবাংলাদেশ দল 120x600 #StayHome Sale 2020