স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে ভোট দিল ক্ষুদে শিক্ষার্থীরা গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯ দেশের মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় দুপুর ২টায়। দেশের ২২ হাজার ৯৬১ শিক্ষাপ্রতিষ্ঠানে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ হয়। এ নির্বাচনে এক লাখ ৮৩ হাজার ৬৮৮টি পদের জন্য ৩ লাখ ২৪ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানিয়েছে সূত্র। এতে ভোটার সংখ্যা ছিল ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থীই ভোটার। এই নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শিক্ষার্থীদের উপর রয়েছে। আর শিক্ষক, পরিচালনা পর্যদ ও অভিভাবকরা শিক্ষার্থীদের সহযোগিতা করেন। প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সাল থেকে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হয়। আর মাধ্যমিক স্তরে ২০১৫ সাল থেকে শিক্ষার্থীদের মন্ত্রিসভা গঠনে এ নির্বাচন হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে প্রথম বৈঠকে বসবে কিশোর শিক্ষার্থীদের মন্ত্রিসভা। সুত্র : একুশে টেলিভিশন SHARES জীবনশৈলী বিষয়: ক্ষুদে শিক্ষার্থীনির্বাচনভোটস্টুডেন্ট ক্যাবিনেট 120x600 #StayHome Sale 2020