আজ থেকে আবারও উড়বে ময়ূরপঙ্খী

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৯

ছিনতাই চেষ্টার শিকার বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খীর মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। এটি এখন উড্ডয়নের জন্য প্রস্তুত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির অনুমতি পাওয়া গেলে আজ বৃহস্পতিবার থেকে উড়োজাহাজটি আকাশে উড়বে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এই তথ্য জানিয়েছেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম-দুবাই গন্তব্যের যাত্রী নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একজন যাত্রী ‘খেলনা পিস্তল’ নিয়ে ক্রুদের জিম্মি ও বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে কমান্ডো অভিযানে ওই যাত্রী মারা যান। ওই ঘটনার পর উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকায় আনা হয়।

ওই ঘটনায় নিরাপত্তায় অবহেলার জন্য শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে থাকা বেবিচকের দুই নিরাপত্তা কর্মকর্তা ও তিন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে এভসেকের সদস্য বিমানবাহিনীর এক সার্জেন্টকে।

সুত্র : রাইজিংবিডি