সিওল শান্তি পুরস্কার পেলেন মোদী গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯ দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে সিওল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এই প্রথম কোন ভারতীয়কে এই পুরস্কার দেওয়া হলো। দু’দিনের সফরে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পর শুক্রবার তাকে এই পুরস্কার দেওয়া হয়। সফরে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। সন্ত্রাসবাদ, আতঙ্কবাদের বিরুদ্ধে গোটা বিশ্ব একসঙ্গে কাজ করলে তা নিরসণ করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। মোদী জানান, ‘৪০ বছর ধরে ভারত সীমান্তপার সন্ত্রাসের শিকার৷ একজোট হয়ে এর মোকাবিলা করতে হবে৷’ তিনি বলেন, ‘এই সম্মানে আমি গর্বিত৷ এই পুরস্কার গোটা ভারতের পুরস্কার ৷ এই সম্মান গোটা ভারতবাসীর৷ পৃথিবীর শান্তিই আমাদের লক্ষ্য৷ গোটা বিশ্বে শান্তি বিরাজ করুক৷’ ১৯৯০ সাল থেকে শুরু হয়েছে এই শান্তি সম্মান প্রদানের প্রথা৷ পুরস্কারের মুল্য ১ কোটি ৩০ লাখ টাকা ৷ পুরস্কারের অর্থ নমামি গঙ্গা প্রকল্পে দান করবেন বলে জানান তিনি ৷ সূত্র: জি নিউজ SHARES আন্তর্জাতিক বিষয়: 120x600 #StayHome Sale 2020