নাটোরে ৫৭ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বিনামূল্যে ৫৭ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ দিয়েছে। আজ শনিবার কেন্দ্রে প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীতা এখন আর অবহেলা ও উপেক্ষার নয়। টেকসই উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীসহ সকল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করতে হবে। তবেই আমরা সমৃদ্ধ বাংলাদেশের কাংখিত গন্তব্যে পৌঁছতে সক্ষম হবো।

অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সমন্বয়কারী ভক্ত প্রসাদ দাস।

বিতরণকৃত উপকরণের মাঝে রয়েছে হুইল চেয়ার ২০টি, ফোল্ডিং ওয়াকার ৭টি, কর্ণার ও টয়লেট চেয়ার ৮টি, অক্সিলারী ও এলবো ক্রাচ ৮টি, ষ্টান্ডিং ফ্রেম ৪টি, হেয়ারিং এইড ৪টি, রোলেটর ৪টি ও ট্রাইসাইকেল ২টি।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে শহরের বড়হরিশপুর এলাকায় কার্যক্রম পরিচালনকারী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধীদের শারিরিক ও মানসিক সমস্যার উত্তরণে দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। কেন্দ্রটি প্রতিবছর প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণও বিবরণ করে আসছে।

সুত্র : বাসস