পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে মোশাররফ করিমের ২ নাটক গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯ নিজস্ব প্রতিবেদক পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মোশাররফ করিমের ‘সুপারহিট বাবুল মিডিয়া’ ও ‘হ্যাপি ভ্যালেনটাইন ডে’ নাটক দুটি প্রচারিত হবে বাংলাভিশনে। শাহজাহান সৌরভের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘সুপারহিট বাবুল মিডিয়া’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, স্নিগ্ধা মোমিনসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি রাত ০৯টা ১৫ মিনিটে বাংলাভিশনে। অপরদিকে মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘হ্যাপি ভ্যালেনটাইন ডে’ প্রাচরিত হবে ১৫ ফেব্রুয়ারি রাত ০৯টা ১৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়। নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, তানভীর, তামিম মৃধাসহ আরো অনেকে। SHARES বিনোদন বিষয়: 120x600 #StayHome Sale 2020