রাসিকের বর্জ্যে হবে গ্যাস ডিজেল সার গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮ রাজশাহীতে বর্জ্য থেকে তৈরি হবে ডিজেল, জৈব সার ও বায়োগ্যাস। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেকনোলজি এলএলসি কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পটি চালু হলে একদিকে যেমন নতুন শিল্পের রোল মডেল হবে রাজশাহী, অন্যদিকে আবর্জনা মুক্তও হবে। বুধবার বর্জ্য-আবর্জনা থেকে ডিজেল (জ¦ালানী), জৈব সার ও বায়োগ্যাস তৈরির পাইলট প্রজক্টের সমঝোতা স্মারক (এমওইউ) বুধবার সন্ধ্যায় নগরভবনের এনেক্স ভবনে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কোম্পানিটির পক্ষে ওয়েস্ট টেকনোলজি এলএলসি লিমিটেডের চেয়ারম্যান ড. মঈন উদ্দিন সরকার স্বক্ষর করেছেন। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন সম্ভবনার দ্বার উন্মোচিত হলো। পাইলট প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে আড়াই বছর। চুক্তি অনুযায়ী সিটি কপোরেশন ভূমি সুবিধা প্রদান ও বর্জ্য-আবর্জনা সরবরাহ করবে। আর এলএলসি সব ধরনের আর্থিক ব্যয়ভার বহন করে প্রজেক্ট বাস্তবায়ন করবে। ওয়েস্ট টেকনোলজি এলএলসি লিমিটেডের চেয়ারম্যান ড. মঈন উদ্দিন সরকার বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক। তার প্রতিষ্ঠানের কার্যালয় যুক্তরাষ্ট্রের ব্রিসপোর্ট সিটি, কানেক্টিকাট। অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রস্তাবটি পাওয়ার পর বিশ^াস করাটা কঠিন ছিল যে বর্জ্য থেকে কীভাবে ডিজেল তৈরি হবে। তবে আলাপ-আলোচনায় বিস্তারিত জানার পর আমরা আশা করছি ড. মঈন উদ্দিনের প্রজেক্টেটি সফল হলে এটি শুধু রাজশাহী নয়, পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, পলিথিন পরিবেশের ভারসাম্যের জন্য ক্ষতিকর। প্রজেক্টটি সফল হলে একদিকে বর্জ্য-আবর্জনা মুক্ত নগরী হবে, অন্যদিকে বিভিন্ন প্রোডাক্ট পাবো আমরা। আমি দো‘য়া এটি সফল হোক, স্বার্থক হোক। প্রজেক্টটি সফল করতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কোম্পানিকে করবো। ওয়েস্ট টেকনোলজি এলএলসি লিমিটেডের চেয়ারম্যান ড. মঈন উদ্দিন সরকার বলেন, আজ থেকে একটা শুভযাত্রা শুরু হলো। আমি আশা করছি এই প্রজেক্টটি শুধু বাংলাদেশ বা এশিয়ার মধ্যে নয়, পৃথিবীর মধ্যে পাইওনিয়ার হবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটি দেখতে মানুষ আসবে। প্লাস্টিক বর্জ্য থেকে জ¦ালানী তেল উৎপাদন প্রযুক্তির উদ্ভাবক বাংলাদেশি বিজ্ঞানী ড. মঈন উদ্দিন সরকার জানিয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্লাস্টিক বর্জ্য দিয়ে এক লিটার ডিজেল উৎপাদনে ব্যয় হবে মাত্র ২৫ টাকা। বর্তমান বিশে^ পরিবেশের জন্য প্লাস্টিক বর্জ্য চরম হুমকি। কিন্তু এ বর্জ্য যথাযথ প্রক্রিয়াজাত করার মাধ্যমে দেশের সমৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব। ইতোমধ্যে এই বর্জ্য থেকে জ¦ালানী তেল, এলপিজি গ্যাস ও জেট ফুয়েল তৈরি করতে আমরা আমেরিকাতে প্ল্যান্ট স্থাপন করেছি। এর মাধ্যমে প্রতি টন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য থেকে ১ হাজার ৩০০ লিটার জ্¦ালানী তেল, ১০ সিলিন্ডার এলপিজি গ্যাস ও ২৩ লিটার জেট ফুয়েল তৈরি হচ্ছে। সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ওয়েস্ট টেকনোলজি লিমিটেড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আঞ্জুমান শেলী, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মামুনুল কেরামত, সাবেক এয়ার কমান্ডার সামাদ আজাদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাসার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ। এরআগে দুপুরে মেয়র দপ্তরে উভয়পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Ref- padmatimes24.com SHARES বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়: 120x600 #StayHome Sale 2020