জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো এন্টারটেইনার অ্যাওয়ার্ড

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

উপমহাদেশের কাকাবাবুর শহর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শহর চট্টগ্রামের ল্যান্ডমার্ক হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হলো এন্টারটেইনার অ্যাওয়ার্ড। জালাল ভূঁইয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় চট্টগ্রাম মিডিয়া ক্লাবের আয়োজনে আনজুডিস ক্রিয়েশন এন্ড কমিউনিকেশনের তত্বাবধানে এ কে এম সামশুজ্জামান ভূঁইয়া সোহেলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেঃ (অবঃ) ড. চৌধুরী হাসান সরোয়ার্দি বীরবিক্রম  SBP ,PSB ,ndc ,PSc।। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তিন প্রজম্মের নাট্যসংগঠক ও নাট্যকার রবিউল আলম।
অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় সনদ্বীপের কৃতিসন্তান লেঃ জেঃ (অবঃ) ড. চৌধুরী হাসান সরোয়ার্দি বীরবিক্রমকে। আর শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয় মুজফফর আহমদকে। এছাড়া সেরা সংগঠন হিসেবে ভাষা শহীদ আব্দুস সালাম স্মৃতি পরিষদ, উন্নয়ন সংগঠক ফারজানা ব্রাউনিয়া, বাচিক শিল্পী বদরুল আহসান খান, নৃত্য শিল্পী শারমিন হুসেন, বিনোদন সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম, সৃজনশীল সাংবাদিক রিমন মাহফুজ, মূকাভিনয় শিল্পী ও নির্দেশক নাদেজদা ফারজানা, নাট্য পরিচালক (মঞ্চ) শিশির দত্ত, সংগীত শিল্পী সান্তনু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক ( মরণোত্তর ) মোস্তফা মেহমুদ, নাট্য পরিচালক ( টিভি ) শাখাওয়াত শিবলী , সাংস্কৃতিক সংগঠক ও নাট্যকার কানাই চক্রবর্তী, আলোকচিত্র শিল্পী হিসেবে মউদুদুল আলম, ভাষা বিজ্ঞানী ও নাট্যকার ড.রাজীব হুমায়ুন, শিক্ষক হিসেবে জসিম উদ্দিন সরকার এবং চট্টগ্রাম মিডিয়া ক্লাব প্রেসিডেন্ট হিসেবে পুরষ্কার পান দিদারুল আলম।
অনুষ্ঠাটি উপস্থাপনা করেন মডেল ও অভিনেত্রী আইরিন তানি। এখানে নৃত্য পরিবেশন করেন রিয়া দাস চায়নার দল নৃত্য নিকেতন, আবৃত্তি করেন ত্রিতরঙ্গের কর্ণধার দেবাশীষ রুদ্র সংগীত পরিবেশন করেন রাহাত, ফারজানা ব্রাউনিয়া, হাসান সারোয়ার্দি ও মামুন। অনুষ্ঠানে মঞ্চ নাটকের ভূমিকা নিয়ে আলোচনা করেন নাট্যধার প্রধান মোস্তফা কামাল যাত্রা, নৃত্য নিয়ে কথা বলেন, চট্টগ্রাম নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা দত্ত, কবি ইমরোজ সোহেলের লিখা কবিতা আবৃত্তি করেন বদরুল আহসান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউল শিল্পী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহিদুল আলম, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাইলট প্রকল্প ক্যাপিটাল ড্রেজিং সংশ্লিষ্ট কোম্পানি এশিয়ান ড্রেজার এর পরামর্শক সত্তর দশকের কবি ইমরোজ সোহেল, মেজর (অব:) আব্দুল শাহিদ কায়সার, প্রফেসর ডা. কাজী রফিকুল হক পিএইচডি, সাবেক উপসচিব সুলেখক আব্দুর রহিম, সাবেক এআইজি শাহনেওয়াজ আলম, সহকারী এটর্নি জেনারেল শামীম আহসান, চট্টগ্রামস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি বেলায়েত হোসেন, ঝিনাইদহের লেখক পরিষদের সভাপতি আকরাম হোসেন, চট্টগ্রাম গ্রæপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বরিশাল ব্যবসায়ী কল্যাণ সভাপতি সাহেদুর করিম, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য শাহ আলম নিপু, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, থিয়েটার ওয়ার্কশপ সভাপতি তাপস শেখর, বিস্তার ট্রাস্টি আলম খোরশেদ, নৃত্যশিল্পী গার্গী মজুমদার, স্বপন বড়ুয়া, স্বপন দাস, শাওন, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গভর্নিং বডির পক্ষে সফিকুল আলম, ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, ওমেন চেম্বার সিনিয়র এক্সেকিউটিভ মেম্বার, সরকারি উর্ধতন কর্মকর্তা, লেখক মোহাম্মদ আলী মনসুর, মুজাফফর লালমোহন সেন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার ফিরোজ এবং চট্টগ্রামের সিনিয়র সাংস্কৃতিক ব্যক্তিত্ব ষ ও মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় অনলাইন এক্টিভিস্ট তরুণ মাইনুল ইসলাম ডিউক ও কে ফোর্স অফিসিয়াল-এর উদ্যোমী কয়েকজন তরুণ।