দুই প্রকল্পে ১৬৬০ কোটি টাকা দেবে বিশ্ব ব্যাংক গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮ সরকারের দু’টি প্রকল্পে ঋণ ও অনুদান মিলিয়ে বিশ্ব ব্যাংক ২০ কোটি ডলার দিচ্ছে, দেশিয় মুদ্রায় যা প্রায় এক হাজার ৬৬০ কোটি টাকা। ‘টেকসই বনায়ন এবং জীবিকায়ন’ শীর্ষক প্রকল্পের জন্য ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ‘দ্বিতীয় ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা’ শীর্ষক প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন হিসেবে দুই কেটি ৫০ লাখ ডলার অনুদান দেবে বৈশ্বিক সংস্থাটি। এর মধ্যে ঋণ হিসেবে নেওয়া অর্থ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে দুই শতাংশ সুদে পরিশোধ করতে হবে। সোমবার এ দুই প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংক এবং সরকারের মধ্যে দুটি চুক্তি হয়েছে। চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্ব ব্যাংকের পক্ষে আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান স্বাক্ষর করেন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, টেকসই বনায়ন এবং জীবিকায়ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রকল্প এলাকার বননির্ভর জনগোষ্ঠীর বিকল্প আয়বর্ধক কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি বন সম্প্রসারণ করা হবে। এছাড়াও প্রকল্পটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ, তথ্য পদ্ধতি ও প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে। আর ‘দ্বিতীয় ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা’ প্রকল্পের জন্য পাওয়া অনুদান ব্যবহার করা হবে কক্সবাজার এলাকার রোহিঙ্গা শরণার্থী শিশু ও তরুণদের অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ করে দিতে। এ অনুদানের অর্থ দিয়ে প্রধানত: পাঠ্যপুস্তক ও উপকরণ সামগ্রির পরিকল্পনা, নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, মহিলা শিক্ষক নিয়োগ এবং ক্যাম্পের মধ্যে নতুন শিক্ষা কেন্দ্র তৈরী করা। Ref- bdnews24.com SHARES জাতীয় ভাল খবর বিষয়: 120x600 #StayHome Sale 2020