অবশেষে চামেলীর চিকিৎসার ব্যবস্থা করলো বিসিবি

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

অবশেষে চামেলীর চিকিৎসার ব্যবস্থা করলো বিসিবি। এমনটাই কিছুক্ষণ আগে ফেসবুক স্ট্যটাসে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি লিখেছেন, চামেলীকে দেখতে গিয়েছিলাম আজকে হাসপাতালে। কয়েকজন ফেসবুকে লিখেছেন আজকে ভুল তথ্য দিয়ে। কিছু আয়োজন বাকী ছিলো, তাও করে দিয়ে এসেছি বিসিবির সাথে কথা বলে।

চামেলীর এবং তার পরিবারের দুইজনের ভারত যাবার ভিসা হয়েছে ইতিমধ্যে। প্লেনের টিকিট পরশু হবে। তারপর যে কোন দিন তারা আরও উন্নত চিকিৎসার জন্য ভারত যাবে। অর্থের ব্যবস্থা এবং প্লেনের টিকিটের খরচ বিসিবি দিয়েছে।

সে এখন অনেকটাই ভালো আছে। হাসপাতালের পরিচালক নিজেই তার চিকিৎসার তদারকি করছেন।