দেশের শীর্ষ ফেসবুক লাইক পেজ গ্রামীণফোনের

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ফেসবুক ফ্যানের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। এর ফলে, গ্রামীণফোনের ফ্যান পেজ এখন বাংলাদেশের সকল ফেসবুক ফ্যান পেজের মধ্যে শীর্ষ লাইক পাওয়া পেজ।

এ বছরের প্রথম দিকে ৪জি সেবা চালু হবার পর ব্যক্তি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল সেবার ব্যাপক ব্যবহারের মাধ্যমে দেশে ইন্টারনেটের বিস্তার নতুন গতি পেয়েছে।

গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে ৩ কোটি ৭০ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে।

এ বিষয়ে গ্রামীণফোনের ডেপুটি সিই্ও ও সিএমও বলেন, এটি আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল উপস্থিতির আরো একটি লক্ষণ। আমাদের ফেসবুক পেজ খুব ভালো একটি এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা শুধু গ্রাহকদের কোম্পানির তথ্য বা তাদের প্রশ্নের উত্তর জানাই না, বিভিন্ন সামাজিক ইস্যুতেও তাদের সাথে যোগাযোগ করি। মানুষ আমাদের নেটওয়ার্কের মতো এই পেজ এর উপর নির্ভর করতে পারে বলেই এটাকে পছন্দ করে।

২০০৭ এ যাত্রা শুরু করে বিগত বছরগুলোতে ফেসবুকে গ্রামীণফোনের অবস্থান ক্রমেই শক্তিশালী হয়েছে। ২০১৭ এর প্রথমে ফেসবুক ফ্যানের সংখ্যা ১ কোটি হয়। যদিও এক কোটি ফ্যান পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে এখন দুই বছরের কম সময়ে আরো ৫০ লাখ ফ্যান যোগ হলো।