গ্রামীণফোনের মার্কেটপ্লেসে যেভাবে আয় করবেন (ভিডিও সহ)

প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

ফ্রিল্যান্সারদের কাজ করার সুযোগ দিতে নতুন প্লাটফর্ম তৈরি করেছে গ্রামীণফোন। ডিজিটাল নিঞ্জা নামে অপারেটরটির এই মার্কেটপ্লেস গত ৬ নভেম্বর উম্মুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে এতে যুক্ত হতে শুরু করেছেন দেশের ফ্রিল্যান্সাররা। গ্রামীণফোন বলছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপলপারআওয়ার, ফাইভারের মতোই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এটি। বরং এখানে ফ্রিল্যান্সাররা বাড়তি অনেক সুবিধা পাবেন যা অন্যান্য প্লাটফর্মগুলোতে নেই।

নতুন এই মার্কেটপ্লেস নিয়ে টেকশহরের সঙ্গে আলোচনা করেছেন হয়েছেন গ্রামীণফোনের হেড অব এমপ্লয়ি এক্সপেরিয়েন্সেস এবং এই প্রকল্পের প্রধান শাহারিয়ার সাঈদ। সঙ্গে ছিলেন মার্কেটপ্লেসটিতে যুক্ত হওয়ার প্রথম ফ্রিল্যান্সার এম জেড ফেরদৌস।

কি আর কেনো এই ডিজিটাল নিঞ্জা ? ফ্রিল্যান্সাররা কীভাবে এখানে যুক্ত হবেন? কী কী কাজ করার সুযোগ পাবেন ? কত আয় করবেন? চলুন ঘুরে আসি টেকশহরের আলোচনার টেবিল হতে আর জেনে নেই এসব জিজ্ঞাসার উত্তর।

Ref- techshohor.com