কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

১৪ বছর বয়সি কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে তৈরি করেছে গান ব্যান্ড অবসকিওর। ‘টিটোর স্বাধীনতা’ শিরোনামের গানটি লিখেছেন অমিত গোস্বামী। গত ২৫ মার্চ প্রথম প্রহরে গানটি চ্যানেল আইতে প্রচার করা হয়। তারপর অবসকিওরের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

অবসকিওর ব্যান্ডের প্রধান সাইদ হাসান টিপু জানান, দেশের সূর্যসন্তানদের নিয়ে নিয়মিত কাজ করছে অবসকিওর। তারই ধারাবাহিকতায় কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যান্ড দলটির নতুন অ্যালবামের কাজ শুরু হলো বলেও জানান তিনি।

কিশোর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আশুলিয়া থানাধীন কলমা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। তার কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

সুত্র : রাইজিংবিডি