বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পাপন SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিপিএলের লোগো উন্মোচন করা হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপিএলের লোগো উন্মোচন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু’ বিপিএল। বিসিবি নিজ অর্থায়নে এবারের বিপিএল পরিচালনা করবে। থাকছে না কোনো ফ্রাঞ্চাইজি। রবিবার বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের খেলা। SHARES খেলাধুলা বিষয়: 120x600 #StayHome Sale 2020