ফ্রান্সের বিশ্বখ্যাত জাদুঘর ৪ মাস পরে খুলে দেওয়া হল SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে বিশ্বের অনেক বিখ্যাত জায়গায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। করোনায় নাকাল ফ্রান্সেও বন্ধ রাখা হয়েছিল অনেক দর্শনীয় স্থান। প্রায় চার মাস ধরে বন্ধ থাকার পর এবার চালু করা হয়েছে প্যারিসের বিশ্বখ্যাত জাদুঘর লুভ। রবিবার জাদুঘরটি শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। খবরে বলা হয়, দেশটির অন্য সব জায়গার মতো ওই জাদুঘরেও অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে। এর মধ্যে জাদুঘরে প্রবেশ করতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে সীমিত সংখ্যা লোক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে সেখানে। তবে কর্তৃপক্ষের দেওয়া বিধিনিষেধ অনুযায়ী যেসব গ্যালারিতে সামাজিক দূরত্ব মানা কষ্টকর হবে সেসব জায়গা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। প্রতি বছর এই জাদুঘরে প্রায় এক কোটি মানুষ বেড়াতে আসেন । SHARES আন্তর্জাতিক বিষয়: 120x600 #StayHome Sale 2020