এবার নাইজেরিয়া করোনা ভাইসের টিকা আবিষ্কারের দাবী করেছে SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন আবিষ্কারের দাবী করেছে নাইজেরিয়া। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। নাইজেরিয়ার কোভিড-১৯ গবেষক দলের প্রধান ও আদলেকে ইউনিভার্সিটির অধ্যাপক ডা. ওলাদিপো কোলাওলে গত শুক্রবার সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘ভ্যাকসিনটি করোনা মহামারি মোকাবেলায় সাফল্য দেখিয়েছে। এটি এখন আমার প্রস্তুত করতে তৈরি রয়েছি।’ ভ্যাকসিনটি আফ্রিকান অঞ্চলের মানুষদের জন্য এখন প্রস্তুত করা হচ্ছে বলে জানান নাইজেরিয়ান বিজ্ঞানী দলের এই নেতা। পরে অন্য অঞ্চলের মানুষদের জন্যও এটি সরবরাহ করা হবে। গবেষক দলের প্রধান আরো বলেন, ‘ভ্যাকসিনটি আমরা বেশ কয়েকবার পরীক্ষা করে দেখেছি। এটি সত্যই ভালো কাজ করেছে। এটি বৈজ্ঞানিক প্রচেষ্টা।’ নাইজেরিয়ার গবেষকেরা জোর গলায় বলেছেন, ভ্যাকসিনটি কোনোভাবেই ভুয়া কিছু নয়। এটির কার্যকারিতা নিয়ে খুবই আশাবাদী তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিন তৈরির জন্য তহবিল দিয়েছে ট্রিনিটি ইমিউনোডিসিয়েন্ট ল্যাবরেটরি এবং হেলিক্স বায়োজেন কনসাল্ট। এতে তারা প্রায় 8.৮ মিলিয়ন নাইজেরিয়ান নাইরাস (২০,০০০ ডলার) ব্যয় করেছে। কোলাওলে জানিয়েছেন, আফ্রিকান দেশগুলোর জন্য গবেষকেরা জিনোম আবিষ্কার করতে দিনরাত পরিশ্রম করেছেন। এরপর ভ্যাকসিন তৈরির নির্বাচিত কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করে সম্ভাব্য সবচেয়ে বেশি কার্যকরী ভ্যাকসিনটি খুঁজে পেয়েছেন। নাইজেরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ভ্যাকসিনটির এখনো নাম ঠিক করা হয়নি। আন্তর্জাতিকভাবে বিচার বিশ্লেষণ শেষে এটি ব্যাপক আকারে বাজারে আসতে ১৮ মাস সময় লাগতে পারে বলে জানান গবেষক দলের প্রধান। সূত্র: ইন্টারনেট। SHARES আন্তর্জাতিক বিষয়: 120x600 #StayHome Sale 2020