সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের অনুদান বৃদ্ধি

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের অনুদান বৃদ্ধি করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে এখন সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ১০ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এমন এক নীতিমালা প্রকাশ করেছে। সঙ্গে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। নীতিমালায় জানানো হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেয়া হবে। অনুদানের চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করতে হবে, চলচ্চিত্রের ভাষা ও বিষয়বস্তু জেন্ডার সংবেদনশীল হতে হবে, ডিজিটাল ফরমেটে দৃশ্য ধারণ করতে হবে। এছাড়া অনুদান প্রাপ্ত চলচ্চিত্র নূন্যতম ১০টি সিনেমা হলে মুক্তি দিতে হবে। একটি শিশুতোষ চলচ্চিত্রসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। নতুন নীতিমালার আলোকে দ্রুত ১১ সদস্যের অনুদান কমিটি ও ৭ সদস্যের অনুদান বাছাই কমিটি গঠন করা হবে। ৩১ আগস্টের মধ্যে চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, এর আগে ২০১৮-১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছিল।