১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ করোনাভাইরাস মহামারির কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু হচ্ছে। আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে চলবে ফ্লাইট। তবে কাতারে যাত্রীরা যেতে পারবেন না। অন্য দেশে যাওয়া-আসার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা মেনে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। করোনাভাইরাসের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। স্বাস্থ্যবিধিসহ নানা শর্তে গত ১ জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। SHARES জাতীয় বিষয়: 120x600 #StayHome Sale 2020