করোনা মোকাবেলায় সহায়তা করতে ঢাকায় এসেছেন চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

SOHEL SOHEL

TALUKDER

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

করোনাভাইরাসের চিকিৎসায় বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন চীনের একটি মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। বিশেষজ্ঞ এই দলটির অত্যন্ত সফলতার সাথে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও ভাইরাসটির দমনে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।

সোমবার (৮ জুন) বিশেষজ্ঞ দলটিকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বিমান বন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসান।

তিনি বলেন, সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে হাইনান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা যায়, চীনের এই বিশেষজ্ঞ মেডিকেল টিম ২ সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে। এ সময় তারা করোনাভাইরাসের জন্য নির্ধারিত বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও করোনাভাইরাস টেস্টিং বুথগুলো পর্যবেক্ষণ করে বাংলাদেশের চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ দেবেন।

উল্লেখ্য, রবিবার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে বাংলাদেশ ৬৫,৭৬৯ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জনে।