২০২০ সালের বেতন আড়াই কোটি রুপি নেবেন না একতা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

ছোট পর্দা ও বড় পর্দার প্রভাবশালী প্রযোজক একতা কাপুরের বার্ষিক বেতন আড়াই কোটি রুপি। এই টাকা নেবেন না একতা কাপুর। করোনার বৈশ্বিক মহামারিতে লক ডাউনে যাতে তাঁর কোম্পানি বালাজির কর্মকর্তা কর্মচারীরা যাতে ঠিকভাবে বেতন পায়, সে জন্য এই উদ্যোগ নিয়েছেন তিনি। টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানান তিনি।

৪৪ বছর বয়সী এ প্রযোজক লেখেন, ‘করোনার ভয়ংকর ও বহুমুখী নেতিবাচক প্রভাবের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আমাদের এখন এমন সব উদ্যোগ নিতে হবে যাতে ভারতের মানুষের দুর্দশা কমে। বালাজি কোম্পানির সমস্ত শুটিং বন্ধ হয়ে গেছে। তাই বেকার হয়ে পড়েছে অসংখ্য কর্মচারী। মালিক হিসেবে এই দুঃসময়ে তাঁদের দেখভাল করা আমার দায়িত্ব। আমি আমার ২০২০ সালের কোনো বেতন নেব না। এই অর্থ আমার কর্মচারীদের বেতন হিসেবে দিতে চাই। এখন একটাই উপায়, ঘরে থাকা, সুস্থ থাকা।’

একতার প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মস, বালাজি মোশন পিকচার্স ও এএলটি বালাজির সব কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানিগুলোর ইতিহাসে এবারই প্রথম অফিস বন্ধ রাখতে হচ্ছে। বন্যা, সন্ত্রাসী হামলা কিংবা ব্যাংক ছুটির সময়ও কাজ করেছে এই কোম্পানি। কিন্তু এখন সুরক্ষাই সবার আগে।