আর খাবো না সর্ষে ইলিশে’র প্রকাশনা অনুষ্ঠিত গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ অমর একুশে গ্রন্থমেলায় হয়ে গেলো গণমাধ্যমকর্মী শফিউল্লাহ সুমনের আর খাবো না সর্ষে ইলিশ’র প্রকাশনা উৎসব। ২১ ফেব্রুয়ারী বইমেলার উন্মুক্ত মঞ্চে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া । এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা। ফজলে রাব্বী মিয়া বলেন, মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে আর খাবো না সর্ষে ইলিশে ।শফিউল্লাহ সুমন প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুলত স্মৃতিচারণমূলক হলেও বইটিতে উঠে এসেছে সমাজ জীবনের ত্রুটি-বিচ্যুতি ও নানা অসঙ্গতি। সেক্ষেত্রে শুদ্ধসমাজ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই প্রকাশনা। আদিবা প্রকাশ থেকে বের হওয়া আর খাবো না সর্ষে ইলিশ পাওয়া যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (১০২) ও ঘাস ফুল নদীর(১৯২) স্টলে l SHARES জাতীয় ভাল খবর বিষয়: 120x600 #StayHome Sale 2020