জাতীয় গণসঙ্গীত উৎসব শুরু আজ

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯

তিন দিনের জাতীয় গণসঙ্গীত উৎসব শুরু আজ। ‘বিভেদের কূটচাল- ভেঙে করো চুরমার/ সংগ্রামী ঐক্যে- মানবতা জাগবেই’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ উৎসব আয়োজন করা হয়েছে।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের ৩২টি গণসঙ্গীতের দল বিষয়ভিত্তিক গান পরিবেশন করবে। উৎসবে থাকছে গণসঙ্গীত বিষয়ক সেমিনারও।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ শুক্রবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। আয়োজনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রতিদিন বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হবে। উৎসবে প্রতিদিন দলীয় নৃত্য, একক গণসঙ্গীত, একক আবৃত্তি এবং বিষয়ভিত্তিক দলীয় গণসঙ্গীত পরিবেশিত হবে।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘গণসঙ্গীতের একাল ও সেকাল এবং বর্তমান প্রেক্ষিত’ নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক মফিদুল হক।

রোববার সমাপনী দিবসের আয়োজনে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

 

সুত্র : একুশে টেলিভিশন